ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি  (IUT) ভর্তি পরীক্ষা ১৫ নভেম্বর, ২০১৩,সকাল সাড়ে নয়টায় ।

আবেদনের সময়সীমা - ০২ সেপ্টেম্বর থেকে ২২  সেপ্টেম্বর পর্যন্ত ।  আবেদনের ন্যুনতম যোগ্যতা - SSC ও HSC এর উভয়টিতে কমপক্ষে GPA 4.5 থাকতে হবে । SMS এর মাধ্যমে আবেদন করা যাবে , আবেদন ফি - ৫৫০ টাকা ।