পরীক্ষার হলে বই, ব্যাগ, মোবাইল ফোন, ঘড়ি সদৃশ্য মোবাইল বা কোনো প্রকার ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র নেয়া যাবে না। পরীক্ষার হলে কারো কাছে এসব সামগ্রী পাওয়া গেলে তার প্রার্থীতা বাতিল করা হবে বলে।

পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

পরীক্ষার হলে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি প্রয়োজনে জাতীয় পরিচয়পত্রও পরীক্ষা করা হতে পারে।

এক ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য থাকবে ১ নম্বর। তবে ভুল উত্তরের জন্যে ০.৫০ নম্বর কাটা যাবে।

পরীক্ষার্থীদের সকাল ৯.২০-এর মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। ৯.৩০-এ উত্তরপত্র দেয়া হবে। সকাল ১০টার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেয়া হবে না।