ছবি

৩৩তম বিসিএস ২০১২-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ জেনারেল এবং জেনারেল ও টেকনিক্যাল ক্যাডার পছন্দ প্রদানকারী প্রার্থীদের আরেক দফা মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করেছে পিএসসি। এবারের তালিকায় যেসব প্রার্থীরা স্থান পেয়েছে, তাদের মৌখিক পরীক্ষা ২ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষা নেওয়া হবে পুরাতন বিমানবন্দর ভবন, তেজগাঁও, ঢাকায় অবস্থিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে।

উল্লেখ্য, ইতোমধ্যে জেনারেল ও টেকনিক্যাল ক্যাডার পছন্দ প্রদানকারী প্রার্থীদের মধ্যে যে সকল প্রার্থী বিসিএস স্বাস্থ্য/কারিগরী-পেশাগত ক্যাডার প্রথম পছন্দক্রম দিয়েছে এবং টেকনিক্যাল ক্যাডারের যে সকল প্রার্থী শুধুমাত্র বিসিএস স্বাস্থ্য/করিগরী-পেশাগত ক্যাডারের পছন্দ দিয়েছিল, তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে।

মৌখিক পরীক্ষার রুটিন দেখতে এই লিঙ্কে যান-
৩৩তম বিসিএসের মৌখিক পরীক্ষার রুটিন

তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের সাক্ষাৎকারপত্র ডাকযোগে প্রেরণ করা হবে। মৌখিক পরীক্ষার তিনদিন আগেও যদি সাক্ষাৎকারপত্র না পৌঁছায়, সেক্ষেত্রে ২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি নিয়ে কমিশনের প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

মৌখিক পরীক্ষার বোর্ডে বিপিএসসি ফর্ম-২ এবং অ্যাপ্লিকেন্টস কপি জমা দিতে হবে। বিপিএসসি ফর্ম-২ পিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় কলাম পূরণ করতে হবে। ফর্মটির সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রাদি এবং পুলিশ ভেরিফিকেশন ফর্ম জমা দিতে হবে। অ্যাপ্লিকেন্টস কপিতে বিপিএসসি ফর্ম-১ এ প্রদত্ত ক্যাডার অপশন উল্লেখ করতে হবে।

বিপিএসসি ফর্ম-২ ডাউনলোডের লিঙ্ক
পুলিশ ভেরিফিকেশন ফর্ম ডাউনলোডের লিঙ্ক

এছাড়াও মৌখিক পরীক্ষার বোর্ডে সাক্ষাৎকারপত্রে উল্লিখিত সকল কাগজপত্রের মূলকপি এবং ২ কপি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।