আগামী ৪ অক্টোবর ২০১৩ তারিখে দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারও আগের বছরের নিয়মেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছরই পরীক্ষা পদ্ধতিতে কোনো ধরনের পরিবর্তন আনা হচ্ছে না।

বর্তমান পদ্ধতি অনুযায়ী এসএসসি ও এইচএসসির ফল মিলিয়ে অন্তত ৮ জিপিএ থাকলে মেডিকেলে ভর্তির আবেদনের সুযোগ দেওয়া হয়। এরপর পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীই ভর্তির সুযোগ পান।

বাংলাদেশের সবগুলো মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট ৮,৪৯৩টি আসন রয়েছে। এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২,৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেলে আসন সংখ্যা ৪,২৪৫টি।

এছাড়া ৯টি পাবলিক ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন রয়েছে।