ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কার্যক্রম আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সেই সঙ্গে বুয়েটে ভর্তি আবেদনের যোগ্যতারও কিছু পরিবর্তন করা হয়েছে।
বুয়েটে আবেদন করতে হলে পদার্থ, রসায়ন, বাংলা, ইংরেজি ও জীব বিজ্ঞানে জিপিএ ৫ পেতে হয়। এই পাঁচ বিষয়ে মোট স্কোর ২৫ প্রাপ্তরাই সাধারণত বুয়েটে আবেদন করতে পারেন।তবে এ বছর এইচএসসি’র ফলাফল বিপর্যয়ের জন্য পাঁচ বিষয়ের মোট স্কোর ২৪ করার সিদ্ধান্ত নিয়েছে বুয়েটের একাডেমিক কাউন্সিল।
অনলাইনে বুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ২২ সেপ্টেম্বর সকাল ১০টায়। ৩০ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আবেদন করা যাবে। পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে ৯ অক্টোবর। এস এস সি তে সিজিপিএ ৪ এবং এইচএসসিতে পদার্থ, গণিত, রসায়ন, ইংরেজি ও বাংলায় মোট জি পি এ ২৪ হলে আবেদন করা যাবে।
ভর্তি পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়নের ওপর ২০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা হবে। ইংরেজির ওপর কোনো পরীক্ষা এবার হচ্ছে না। স্থাপত্য বিভাগে ভর্তিচ্ছুদের মুক্তহস্তে অংকনের ওপর অতিরিক্ত ৪০০ নম্বরের পরীক্ষা দিতে হবে।
বুয়েটের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর অনুষ্ঠিত হবে।