নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে; ওয়েবসাইটে নির্দিষ্ট ঘরে ভর্তি পরীক্ষার রোল টাইপ করে ফলাফল জানা যাবে।
ফলাফল
এছাড়া, পরীক্ষায় উত্তীর্ণদের তালিকার লিঙ্কও ওয়েবসাইটে দিয়ে দেয়া হয়েছে।
A ইউনিটের তালিকা
B ইউনিটের তালিকা
C ইউনিটের তালিকা
 
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৫ ও ২৬ ডিসেম্বর; ২৫ তারিখ সকাল ১১টা- দুপুর ১টা পর্যন্ত A ইউনিটের, এবং ২৬ তারিখ ১১- ১২.৩০ পর্যন্ত B ইউনিটের, ও ২.৩০- ৩.৩০ পর্যন্ত C ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায়, ১৪টি বিভাগে মোট ৮৬০টি আসনের বিপরীতে, ২০,০৬৪ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়।