নবনির্মিত সিলেট ইনষ্টিটিউট অফ হেলথ টেকনোলজী (আইএইচটি) তে বর্তমান শিক্ষাবর্ষ ২০১২-২০১৩ হতে মেডিকেল টেকনোলজী অনুষদে ৫০ জন ও রেডিওগ্রাফীতে ৫০ জন ছাত্র-ছাত্রী ভর্তির মাধ্যমে একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে।
ভর্তির ক্ষেত্রে মেধা ও ভর্তিচ্ছু শিক্ষার্থীর পছন্দ অনুযায়ী নির্বাচন করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের ৩০-৭-২০১২ ইং তারিখের, স্বাঃঅধিঃ/এমএ/আইএইচটি ভর্তি/২০১২-২০১৩/১৫১ স্বারক মোতাবেক আইএইচটিতে ভর্তি পরীক্ষার ফলাফলে অপেক্ষমান তালিকার ছাত্র-ছাত্রীগণ, যারা এ পর্যন্ত কোন আইএইচটিতে ভর্তির সুযোগ পাননি, তারা আবেদন করতে পারবেন। আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ ২০/১২/২০১২। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।