ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ২০১২-১৩ শিক্ষাবর্ষে এখনো কিছু বিভাগে ভর্তির সুযোগ রয়েছে। খ ইউনিটের অধীনস্থ ৫টি বিভাগে এখনো আসন খালি থাকায়, মেধাতালিকা থেকে আরো কিছু শিক্ষার্থীকে আগামী ৯ জানুয়ারি ২০১৩ তারিখে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। সাক্ষাৎকার সকাল ১০টায়, কলা অনুসদের ডিনের কার্যালয়ের নিচতলার সভাকক্ষে (কক্ষ নং- ১০০১) অনুষ্ঠিত হবে।
 
বিভাগ ৫টি হল- আইন, রাষ্ট্রবিজ্ঞান, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, ইতিহাস এবং শিক্ষা বিভাগ।
 
উক্ত বিভাগগুলোতে, আসন খালি থাকা সাপেক্ষে শিক্ষার্থী ভর্তি করানো হবে। সেজন্যে, মেধাতালিকার ২,৫০১-৪,৩০৬ স্থান অধিকারী শিক্ষার্থীদের উক্ত তারিখে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।
 
উল্লেখ্য, পূর্বে প্রকাশিত ভর্তিনির্দেশিকা অনুযায়ী যেসব প্রার্থী উক্ত ৫টি বিভাগের জন্য যোগ্য, কেবল তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। অর্থাৎ, যারা বিভাগগুলোর জন্য নির্দিষ্ট বিষয়ে ন্যূনতম নম্বর পেয়েছে, তারাই সাক্ষাৎকারের জন্য বিবেচিত হবে।
 
সংশ্লিষ্ট নোটিশের লিঙ্ক