আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা ২৭ মার্চ, ২০১৩ থেকে ২৪ এপ্রিল, ২০১৩ । বিশ্ববিদ্যালয়ের ডিন অফিস থেকে আবেনপত্র সকাল ৮:৩০ থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত সংগ্রহ ও জমা দেওয়া যাবে । এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd থেকেও আবেদনপত্র সংগ্রহ করা যাবে ।
যে কোন বিভাগ থেকে স্নাতক পর্যায়ে নূন্যতম CGPA 2.75 অথবা দ্বিতীয় শ্রেণী থাকলেই এই কোর্সে আবেদন করা যাবে ।
ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের । পরীক্ষার বিষয় ইংরেজি এবং গাণিতিক যুক্তি (GMAT এর অনুরুপ )। পরীক্ষার উত্তীর্ণ হতে হলে ৪০% নম্বর পেতে হবে ।