১১ নভেম্বর শুরু হয়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এ বছর বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষার সিট প্ল্যান ও রেজাল্ট পাওয়া যাচ্ছে মোবাইলেই।
মোবাইলে ভর্তি পরীক্ষার সিট প্ল্যান জানতে মেসেজ অপশনে গিয়ে CU<space>SP<space>unit code<space>roll টাইপ করে পাঠাতে হবে 9934 নম্বরে।
আর রেজাল্ট জানতে মেসেজ অপশনে গিয়ে CU<space>R<space>unit code<space>roll টাইপ করে পাঠাতে হবে 9934 নম্বরে।
বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটেও রেজাল্ট পাওয়া যাবে। সেজন্যে নিচের লিঙ্কে যেতে হবে-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল
উল্লেখ্য, ১৬ তারিখ শুক্রবার বিরতি দিয়ে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।