খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার নিয়মাবলীসহ বিস্তারিত সিডিউল ঘোষণা করা হয়েছে।
আবেদনঃ
১ অক্টোবর থেকে ১০ নভেম্ববের মধ্যে যে কোনো সময়ে একটি প্রিপেইড টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করে আবেদন করা যাবে।
তিন দিনব্যাপী এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষার প্রথম দিন ৭ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমাজ বিজ্ঞান স্কুল এবং একইদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলা ও মানবিক স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৮ ডিসেম্বর রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং একই দিন দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৯ ডিসেম্বর সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের এবং একইদিন দুপুর ২টা থেকে ৩ টা ৩০মিনিট পর্যন্ত জীব বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলীর জন্য http://www.ku.ac.bd/admission/