কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে প্রতিটি ইউনিটের মেধাতালিকা, অপেক্ষমাণ তালিকা ও সংরক্ষিত কোটার তালিকা পৃথকভাবে দেয়া হয়েছে। নিচে ফলাফলের বিভিন্ন তালিকার লিঙ্ক দেয়া হল।
ইউনিট | মেধাতালিকা | অপেক্ষমাণ তালিকা | কোটার তালিকা | |
---|---|---|---|---|
A | মেধাতালিকা | অপেক্ষমাণ তালিকা | কোটার তালিকা | |
B | মেধাতালিকা | অপেক্ষমাণ তালিকা | কোটার তালিকা | |
C | মেধাতালিকা | অপেক্ষমাণ তালিকা | কোটার তালিকা | |
D | বিজ্ঞান | মেধাতালিকা | অপেক্ষমাণ তালিকা | |
মানবিক | মেধাতালিকা | অপেক্ষমাণ তালিকা | ||
ব্যবসায় শিক্ষা | মেধাতালিকা | অপেক্ষমাণ তালিকা |
উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ২৬, ২৭ ও ২৮ তারিখে যোগাযোগ করতে বলা হয়েছে।
চূড়ান্তভাবে মনোনীতাদের তালিকা দেয়া হবে যথাক্রমে ২৬ তারিখ B ও C ইউনিটের, ২৭ তারিখ A ও D ইউনিটের, এবং ২৮ তারিখে সংরক্ষিত কোটায়। পরবর্তীতে আসন শূণ্য থাকলে, অপেক্ষমাণ তালিকার ভিত্তিতে ১২ ডিসেম্বর আরেকটি তালিকা প্রকাশ করা হবে, এবং সে তালিকায় মনোনীতদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর।
ভর্তির জন্য শিক্ষার্থীদের ৪ কপি করে রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং এসএসসি ও এইচএসসির মূল সনদপত্র ও নম্বরপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।