শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে।
আবেদন করা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। উভয় বিশ্ববিদ্যালয়ে অভিন্ন প্রশ্নপ্রত্রে ‘এ’ ও ‘বি’ এই দুই ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর।

শাবির ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জাকির হোসেন জানান, আবেদনের জন্য শিক্ষার্থীদেরকে একটি প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে ভর্তিচ্ছু বিশ্ববিদ্যালয়ের নাম, বোর্ডের প্রথম তিন অক্ষর, এইচএসসি/সমমানের রোল নম্বর, পাসের সাল এবং ইউনিটের কি-ওয়ার্ড লিখে ১৬২২২ নম্বরে মেসেজ করতে হবে।

ফিরতি মেসেজ অনুরসণ করে প্রার্থীদের যোগাযোগ নম্বর (নিজস্ব বা অভিভাবকের) এবং যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক তার নাম দিতে হবে। শিক্ষাবোর্ড থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্য হলে তার ফোন থেকে নির্ধারিত ফি কেটে নিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞান শাখা থেকে পাসকৃত শিক্ষার্থীরা ‘এ’ ও ‘বি’ উভয় ইউনিটে এবং মানবিক ও ব্যবসায় শাখা থেকে পাসকৃত শিক্ষার্থীরা শুধুমাত্র ‘এ’ ইউনিটে আবেদন করতে পারবে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য দুই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.sust.edu/admissionwww.jstu.edu/admission জানা যাবে।