নতুন আরো সাতটি বেসরকারি বিশ্ববিদ্যালয় চালুর অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার নতুন অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মাত্র একটি ছাড়া বাকিগুলো ঢাকার বাইরের।
এর মধ্যে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকায় প্রতিষ্ঠার অনুমোদন পেয়েছে।
এছাড়া ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলো হলো- রাজশাহীতে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঝালকাঠিতে গ্লোবাল ইউনিভার্সিটি, টাঙ্গাইলে রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়, জামালপুরে শেখ ফজিলাতুননেছা ইউনিভার্সিটি, কক্সবাজারে কক্স ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং নাটোরে ‘রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি’।
শিক্ষা মন্ত্রণালয় সুত্রে জানা যায়, একশ ২৪টি আবেদনের মধ্যে প্রধানমন্ত্রী এই সাতটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছেন। আগামী কার্য দিবসে আদেশ জারি হবে।
এই নিয়ে বর্তমান সরকারের মেয়াদে ২৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন হলো। বিগত সরকারের মেয়াদে ৩৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হয়েছিলো। সব মিলে দেশে এখন মোট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৭৮টি।