৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষা আর পেছাচ্ছে না। পূর্ব নির্ধারিত তারিখে, অর্থাৎ ১৯, ২০ ও ২৪ ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে পরীক্ষাগুলি।
বিসিএস পরীক্ষার তারিখ পূর্বে ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর ঘোষণা করা হলেও, পরে ১৮ ডিসেম্বর বাম দলগুলো হরতাল ডাকলে সেদিনের পরীক্ষাটি (ইংরেজি ১ম ও ২য় পত্র) পিছিয়ে ২৪ ডিসেম্বর নেয়া হয়।
এদিকে আগামী ১৯ ডিসেম্বর রাজশাহী ও সিলেটে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। আবার ২০ ডিসেম্বর সারা দেশে হরতাল ডেকেছে সমমনা কয়েকটি ইসলামী দল। কিন্তু এবার আর পরীক্ষা পেছায়নি পিএসসি; কারণ হিসেবে বলা হয়েছে, বারবার পরীক্ষা পেছালে পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে।
উল্লেখ্য, ৩৩তম বিসিএসের এই লিখিত পরীক্ষাটি অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের গুজবে তা স্থগিত করা হয়, এবং পরীক্ষার নতুন সময়সূচী দেয়া হয়।