২০২১-২০২২ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য এই লিংকে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় C ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২০-২১ এই লিংকে
বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; অর্থাৎ, একমাত্র এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে হলে আবাসিক হিসেবে থাকতেই হয়, এবং হলে উপস্থিত না থাকলে নামমাত্র জরিমানাও প্রদান করতে হয় (পূর্বে নামমাত্র ছিল না, তবে সময়ের সাথে জরিমানা বৃদ্ধি করা হয়নি) ।
ইতিহাস
১৯৭০ সালে, পাকিস্তান আমলে, জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৭০ দ্বারা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়; তখন অবশ্য বিশ্ববিদ্যালয়টির নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় । পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট, ১৯৭৩ দ্বারা বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠা পূর্ণতা পায়, এবং নামও পরিবর্তিত হয়ে হয়- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় । বিশ্ববিদ্যালয়টির প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন অধ্যাপক মফিজ উদ্দিন আহমদ । প্রথম ব্যাচে ৪টি বিভাগে ১৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ।
বাংলাদেশে প্রথম নৃবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন বিভাগ প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়ে । আর প্রত্নতত্ত্ব বিভাগ বিশ্ববিদ্যালয়টিতে শুধু প্রথম খোলা হয়েছে- তা-ই নয়, এখনো পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়েই একমাত্র প্রত্নতত্ত্ব বিভাগ আছে ।
প্রায় ৬৯৭.৫৬ হেক্টর জুড়ে বিস্তৃত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ৷ ২৮টি অনুষদের অধীনে ৫টি বিভাগে বর্তমানে পরিচালিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ৷ এছাড়াও রয়েছে ৪টি উচ্চতর গবেষণা ইন্সটিটিউট । বিশ্ববিদ্যালয়টি ঢাকা-আরিচা মহাসড়কের পূর্বে, রাজধানী ঢাকা থেকে ৩২ কিমি দূরে অবস্থিত। সাভার ক্যান্টনমেন্ট ও গণপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মাঝে এই বিশ্ববিদ্যালয়ের মনোরম ক্যাম্পাসটি অবস্থিত । এর উত্তরে ‘জাতীয় স্মৃতিসৌধ’ অবস্থিত ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যে কারণে বাংলাদেশের অন্য সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের থেকে আলাদা, তা হলো- এটিই আমাদের দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় । এছাড়াও এই ক্যাম্পাসে রয়েছে দৃষ্টিনন্দন লেক, যেগুলোতে শীতকালে নানান প্রজাতির অতিথি পাখির আগমন ঘটে । আর দেশ-বিদেশের পর্যটকরাও তাই শীতকালে অতিথি পাখি দেখতে ভীড় জমায় এই ক্যাম্পাসে । আর অতিথি পাখিদের এই আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টির জীববিদ্যা অনুষদ এই সময় বিভিন্ন উৎসব-প্রতিযোগিতারও আয়োজন করে থাকে ।
বিশ্ববিদ্যালয়টিতে অবস্থিত বিখ্যাত ভাস্কর্য দুটি হল-
সংশপ্তক- হামিদুজ্জামান খান
অমর একুশে- জাহানারা পারভীন
এছাড়াও রয়েছে ৪টি উচ্চতর গবেষণা ইন্সটিটিউট-
- ব্যবসায় শিক্ষা ইন্সটিটিউট (আই .বি .এ)/ Institute of Business Administration (IBA, JU) (সাবেক ব্যবসায় প্রশাসন বিভাগ)
- তথ্য প্রযুক্তি ইন্সটিটিউট/ Institute of Information Technology (IIT)
- দূরবর্তি শিক্ষা ইন্সটিটিউট/ Institute of Remote Sensing (IRS)
বিশ্ববিদ্যালয়টিতে প্রতিটি বিভাগের অর্ধেক শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা আছে । প্রতি বছরের ফলাফলের ভিত্তিতে এই বৃত্তি প্রদান করা হয় ।
এছাড়া বিভিন্ন ট্রাস্ট ফান্ডের বৃত্তি ও স্বর্ণপদকও প্রদান করা হয় । এই ফান্ডগুলো দেশ-বিদেশের অর্থায়নে পরিচালিত হয় ।
এছাড়া Talent/UGC Scholarship বৃত্তিও প্রদান করা হয় ।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য ৭ টি এবং ছাত্রীদের জন্য ৫ টি আবাসিক হল রয়েছে । হলের নাম :
-
ছাত্র হল
- আল বিরুনি হল
- মীর মশাররফ হোসেন হল
- শহীদ সালাম বরকত হল
- আ ফ ম কামালউদ্দিন হল
- মাওলানা ভাসানি হল
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল
- রফিক-জব্বার হল
-
ছাত্রী হল
- নবাব ফয়জুন্নেসা হল
- ফজিলাতুন্নেছা হল
- জাহানারা ইমাম হল
- প্রীতিলতা হল
- বেগম খালেদা জিয়া হল
বিশ্ববিদ্যালয়টির ল্যাঙ্গুয়েজ সেন্টারে নিম্নোক্ত ভাষা শিক্ষার ব্যবস্থা আছে-
-
দেশি শিক্ষার্থীদের জন্য-
- জাপানি
- ইংরেজি
- ফরাসি/ফ্রেঞ্চ
- জার্মান
- স্প্যানিশ
- সংস্কৃত
-
বিদেশি শিক্ষার্থীদের জন্য-
- বাংলা
- ইংরেজি
এরমধ্যে জাপানি ভাষার শিক্ষক মি. উজাওয়া তাকেওকে জাইকা থেকে appoint করা হয়েছে ।
মেডিকেল সেন্টার/Madical Centre
বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি মেডিকেল সেন্টার আছে । সেন্টারটিতে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা প্রদান করা হয় । শিক্ষার্থীদের চিকিৎসার জন্য সেন্টারে কোন ফি প্রদান করতে হয় না । তবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ছাড়া যে কোন চিকিৎসা সেবার জন্য ফি প্রদান করতে হয় ।
অন্যান্য সুবিধা
-
Teacher Student Center (TSC)
- auditorium (1500 seats)
- seminar hal (250)
- cafeteria
- science workshop
- জিমনেসিয়াম
- সুইমিংপুল
- নিজস্ব চিকিৎসা কেন্দ্র
ভাস্কর্যসমূহ
- সংশপ্তক : ভাস্কর- হামিদুজ্জামান; উদ্বোধন- ১৯৯০; বিশ্ববিদ্যালয়টির সেন্ট্রাল লাইব্রেরির সামনে অবস্থিত
- অমর একুশে : প্রতিষ্ঠা- ১৯৯১; সেন্ট্রাল অডিটোরিয়ামের পাশে অবস্থিত
- কেন্দ্রীয় শহীদ মিনার : আর্কিটেক্ট- রবিউল ইসলাম; প্রতিষ্ঠা- ২০০৮; শহীদ মিনারটির কলাম তিনটির উচ্চতা ৭১ ফুট, বেসের দৈর্ঘ্য ৫২ ফুট, সিঁড়ি/ধাপের সংখ্যা ৮টি
সাংস্কৃতিক সংগঠন
- জাহাঙ্গীরনগর থিয়েটার
- ধ্বনি
- চলচ্চিত্র আন্দোলন
- জলসিঁড়ি
- জহির রায়হান চলচ্চিত্র সংসদ
- আনন্দন
- চারণ সাংস্কৃতিক কেন্দ্র
- জাহাঙ্গীরনগর ফটোগ্রাফিক সোসাইটি
- জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন JUDO
- জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি
- উত্থানপাঠ
- জাহাঙ্গীরনগর স্টুডেন্টস ফিল্ম সোসাইটি
- কহনকথা
- অস্তিত্ব
- মনন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৯৭০
সাভার, ঢাকা
৬৯৭.৫৬ একর
৫টি
৩০টি
রাষ্ট্রপতি আব্দুল হামিদ
প্রফেসর ড. শরীফ এনামুল কবির
JU/জাবি
বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে মোট ৫টি অনুষদের অধীনে ৩০টি বিভাগে শিক্ষা কার্যক্রম চালু আছে-
·বিজ্ঞান অনুষদ/ Faculty of Mathematical & Physical Sciences
- Physics/ পদার্থবিভাগ
- Chemistry/ রসায়ন
- Statistics/ পরিসংখ্যান
- Mathematics/ গনিত
- Geological Sciences/ ভৌগোলিক বিজ্ঞান
- Environmental Sciences
- Computer Science and Engineering/ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
·কলা অনুষদ/ Faculty of Arts and Humanities
- বাংলা
- English/ ইংরেজী
- History/ ইতিহাস
- Philosophy/ দর্শন
- Drama & Dramatics
- Archaeology
- International Relations
·সামাজিক বিজ্ঞান অনুষদ/ Faculty of Social Sciences
- অর্থনীতি/ Economics
- ভূগোল ও পরিবেশ/ Geography & Environment
- Government & Politics
- Anthropology/ নৃবিজ্ঞান
- Urban & Regional Planning/ নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ (URP)
- Public Administration/ লোকপ্রশাসন
·জীববিজ্ঞান অনুষদ/ Faculty of Biological Sciences
- Botany/ উদ্ভিদবিভাগ
- Zoology/ প্রাণিবিভাগ
- Pharmacy
- Biochemistry and Molecular Biology/ প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান
- Microbiology/ অণুজীববিভাগ
- Biotechnology & Genetic Engineering/ জীন প্রকৌশল ও জীনতত্ত বিভাগ
·বাণিজ্য অনুষদ/ Faculty of Business Studies
- একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ
- Management Studies/ ব্যবস্থাপনা
- Marketing
- Finance & Banking