ইতিহাস

বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; অর্থাৎ, একমাত্র এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে হলে আবাসিক হিসেবে থাকতেই হয়, এবং হলে উপস্থিত না থাকলে নামমাত্র জরিমানাও প্রদান করতে হয় (পূর্বে নামমাত্র ছিল না, তবে সময়ের সাথে জরিমানা বৃদ্ধি করা হয়নি) ।

 

ইতিহাস

১৯৭০ সালে, পাকিস্তান আমলে, জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৭০ দ্বারা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়; তখন অবশ্য বিশ্ববিদ্যালয়টির নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় । পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট, ১৯৭৩ দ্বারা বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠা পূর্ণতা পায়, এবং নামও পরিবর্তিত হয়ে হয়- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় । বিশ্ববিদ্যালয়টির প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন অধ্যাপক মফিজ উদ্দিন আহমদ । প্রথম ব্যাচে ৪টি বিভাগে ১৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ।

 

বাংলাদেশে প্রথম নৃবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন বিভাগ প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়ে । আর প্রত্নতত্ত্ব বিভাগ বিশ্ববিদ্যালয়টিতে শুধু প্রথম খোলা হয়েছে- তা-ই নয়, এখনো পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়েই একমাত্র প্রত্নতত্ত্ব বিভাগ আছে ।

 

ক্যাম্পাস

প্রায় ৬৯৭.৫৬ হেক্টর জুড়ে বিস্তৃত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ৷ ২৮টি অনুষদের অধীনে ৫টি বিভাগে বর্তমানে পরিচালিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ৷ এছাড়াও রয়েছে ৪টি উচ্চতর গবেষণা ইন্সটিটিউট । বিশ্ববিদ্যালয়টি ঢাকা-আরিচা মহাসড়কের পূর্বে, রাজধানী ঢাকা থেকে ৩২ কিমি দূরে অবস্থিত। সাভার ক্যান্টনমেন্ট ও গণপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মাঝে এই বিশ্ববিদ্যালয়ের মনোরম ক্যাম্পাসটি অবস্থিত । এর উত্তরে ‘জাতীয় স্মৃতিসৌধ’ অবস্থিত ।
 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যে কারণে বাংলাদেশের অন্য সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের থেকে আলাদা, তা হলো- এটিই আমাদের দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় । এছাড়াও এই ক্যাম্পাসে রয়েছে দৃষ্টিনন্দন লেক, যেগুলোতে শীতকালে নানান প্রজাতির অতিথি পাখির আগমন ঘটে । আর দেশ-বিদেশের পর্যটকরাও তাই শীতকালে অতিথি পাখি দেখতে ভীড় জমায় এই ক্যাম্পাসে । আর অতিথি পাখিদের এই আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টির জীববিদ্যা অনুষদ এই সময় বিভিন্ন উৎসব-প্রতিযোগিতারও আয়োজন করে থাকে ।
 
বিশ্ববিদ্যালয়টিতে অবস্থিত বিখ্যাত ভাস্কর্য দুটি হল-
সংশপ্তক- হামিদুজ্জামান খান
অমর একুশে- জাহানারা পারভীন

ইন্সটিটিউটসমূহ

এছাড়াও রয়েছে ৪টি উচ্চতর গবেষণা ইন্সটিটিউট-

  • ব্যবসায় শিক্ষা ইন্সটিটিউট (আই .বি .এ)/ Institute of Business Administration (IBA, JU) (সাবেক ব্যবসায় প্রশাসন বিভাগ)
  • তথ্য প্রযুক্তি ইন্সটিটিউট/ Institute of Information Technology (IIT)
  • দূরবর্তি শিক্ষা ইন্সটিটিউট/ Institute of Remote Sensing (IRS)
স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি

বিশ্ববিদ্যালয়টিতে প্রতিটি বিভাগের অর্ধেক শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা আছে । প্রতি বছরের ফলাফলের ভিত্তিতে এই বৃত্তি প্রদান করা হয় ।
এছাড়া বিভিন্ন ট্রাস্ট ফান্ডের বৃত্তি ও স্বর্ণপদকও প্রদান করা হয় । এই ফান্ডগুলো দেশ-বিদেশের অর্থায়নে পরিচালিত হয় ।
এছাড়া Talent/UGC Scholarship বৃত্তিও প্রদান করা হয় ।

হলসমূহ

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য ৭ টি এবং ছাত্রীদের জন্য ৫ টি আবাসিক হল রয়েছে । হলের নাম :

  • ছাত্র হল
    • আল বিরুনি হল
    • মীর মশাররফ হোসেন হল
    • শহীদ সালাম বরকত হল
    • আ ফ ম কামালউদ্দিন হল
    • মাওলানা ভাসানি হল
    • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল
    • রফিক-জব্বার হল
  • ছাত্রী হল
    • নবাব ফয়জুন্নেসা হল
    • ফজিলাতুন্নেছা হল
    • জাহানারা ইমাম হল
    • প্রীতিলতা হল
    • বেগম খালেদা জিয়া হল
লাইব্রেরি

বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় লাইব্রেরিটি শিক্ষার্থীদের আবাসিক হল এবং একাডেমিক ভবনগুলোর মাঝামাঝি স্থানে অবস্থিত । লাইব্রেরিটিতে প্রায় ৯০ হাজার বই আছে । এছাড়া নিয়মিত জার্নাল রাখা হয় প্রায় ১২৮টি । লাইব্রেরিটিতে বিভিন্ন সাময়িকীও রাখা হয় ।
বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-লাইব্রেরির সুবিধাও আছে ।

অন্যান্য

বিশ্ববিদ্যালয়টির ল্যাঙ্গুয়েজ সেন্টারে নিম্নোক্ত ভাষা শিক্ষার ব্যবস্থা আছে-

  • দেশি শিক্ষার্থীদের জন্য-
    • জাপানি
    • ইংরেজি
    • ফরাসি/ফ্রেঞ্চ
    • জার্মান
    • স্প্যানিশ
    • সংস্কৃত
  • বিদেশি শিক্ষার্থীদের জন্য-
    • বাংলা
    • ইংরেজি

 
এরমধ্যে জাপানি ভাষার শিক্ষক মি. উজাওয়া তাকেওকে জাইকা থেকে appoint করা হয়েছে ।
 
মেডিকেল সেন্টার/Madical Centre
বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি মেডিকেল সেন্টার আছে । সেন্টারটিতে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা প্রদান করা হয় । শিক্ষার্থীদের চিকিৎসার জন্য সেন্টারে কোন ফি প্রদান করতে হয় না । তবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ছাড়া যে কোন চিকিৎসা সেবার জন্য ফি প্রদান করতে হয় ।
 
অন্যান্য সুবিধা

  • Teacher Student Center (TSC)
    • auditorium (1500 seats)
    • seminar hal (250)
  • cafeteria
  • science workshop
  • জিমনেসিয়াম
  • সুইমিংপুল
  • নিজস্ব চিকিৎসা কেন্দ্র

 
ভাস্কর্যসমূহ

  • সংশপ্তক : ভাস্কর- হামিদুজ্জামান; উদ্বোধন- ১৯৯০; বিশ্ববিদ্যালয়টির সেন্ট্রাল লাইব্রেরির সামনে অবস্থিত
  • অমর একুশে : প্রতিষ্ঠা- ১৯৯১; সেন্ট্রাল অডিটোরিয়ামের পাশে অবস্থিত
  • কেন্দ্রীয় শহীদ মিনার : আর্কিটেক্ট- রবিউল ইসলাম; প্রতিষ্ঠা- ২০০৮; শহীদ মিনারটির কলাম তিনটির উচ্চতা ৭১ ফুট, বেসের দৈর্ঘ্য ৫২ ‍ফুট, সিঁড়ি/ধাপের সংখ্যা ৮টি

 
সাংস্কৃতিক সংগঠন

  • জাহাঙ্গীরনগর থিয়েটার
  • ধ্বনি
  • চলচ্চিত্র আন্দোলন
  • জলসিঁড়ি
  • জহির রায়হান চলচ্চিত্র সংসদ
  • আনন্দন
  • চারণ সাংস্কৃতিক কেন্দ্র
  • জাহাঙ্গীরনগর ফটোগ্রাফিক সোসাইটি
  • জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন JUDO
  • জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি
  • উত্থানপাঠ
  • জাহাঙ্গীরনগর স্টুডেন্টস ফিল্ম সোসাইটি
  • কহনকথা
  • অস্তিত্ব
  • মনন
নাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রতিষ্ঠা

১৯৭০

ঠিকানা

সাভার, ঢাকা

মোট আয়তন

৬৯৭.৫৬ একর

মোট অনুষদ

৫টি

মোট বিভাগ

৩০টি

আচার্য

রাষ্ট্রপতি আব্দুল হামিদ

উপাচার্য

প্রফেসর ড. শরীফ এনামুল কবির

 

সংক্ষিপ্ত নাম

JU/জাবি

ওয়েবসাইট :
অনুষদ ও বিভাগ

বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে মোট ৫টি অনুষদের অধীনে ৩০টি বিভাগে শিক্ষা কার্যক্রম চালু আছে-

·বিজ্ঞান অনুষদ/ Faculty of Mathematical & Physical Sciences

  • Physics/ পদার্থবিভাগ
  • Chemistry/ রসায়ন
  • Statistics/ পরিসংখ্যান
  • Mathematics/ গনিত
  • Geological Sciences/ ভৌগোলিক বিজ্ঞান
  • Environmental Sciences
  • Computer Science and Engineering/ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং

·কলা অনুষদ/ Faculty of Arts and Humanities

  • বাংলা
  • English/ ইংরেজী
  • History/ ইতিহাস
  • Philosophy/ দর্শন
  • Drama & Dramatics
  • Archaeology
  • International Relations

·সামাজিক বিজ্ঞান অনুষদ/ Faculty of Social Sciences

  • অর্থনীতি/ Economics
  • ভূগোল ও পরিবেশ/ Geography & Environment
  • Government & Politics
  • Anthropology/ নৃবিজ্ঞান
  • Urban & Regional Planning/ নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ (URP)
  • Public Administration/ লোকপ্রশাসন

·জীববিজ্ঞান অনুষদ/ Faculty of Biological Sciences

  • Botany/ উদ্ভিদবিভাগ
  • Zoology/ প্রাণিবিভাগ
  • Pharmacy
  • Biochemistry and Molecular Biology/ প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান
  • Microbiology/ অণুজীববিভাগ
  • Biotechnology & Genetic Engineering/ জীন প্রকৌশল ও জীনতত্ত বিভাগ

·বাণিজ্য অনুষদ/ Faculty of Business Studies

  • একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ
  • Management Studies/ ব্যবস্থাপনা
  • Marketing
  • Finance & Banking