খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (Khulna University of Engineering & Technology/ kuet) বাংলাদেশের অন্যতম সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভাগীয় শহর খুলনায় অবস্থিত । বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৩০জন শিক্ষক শিক্ষকতা করছেন ।
ইতিহাস
১৯৬৭ সালে খুলনা প্রকৌশল মহাবিদ্যালয় নামে এর ভিত্তি স্থাপিত হয়। প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ১৯৭৪ সাল থেকে। সেসময় এই প্রতিষ্ঠানটিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত করা হয়। ১৯৮৬ সালে এটি বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজি নামে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে রূপ নেয়। পরবর্তীতে সেপ্টেম্বর, ২০০৩ সালে একটি সরকারী অধ্যাদেশের মাধ্যমে এটিকে পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়টি/ কুয়েট প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে, একটি কলেজ হিসেবে; নাম ছিল- খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ । পরবর্তীতে ১৯৮৬ সালে কলেজটিকে একটি স্বায়ত্ত্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়, নামকরণ করা হয় বাংলাদেশ ইন্সটিটিউট অফ টেকনোলজি (BIT) । তবে দক্ষিণাঞ্চলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক শিক্ষার চাহিদা পূরণ করার জন্য একটা ইন্সটিটিউট যথেষ্ট ছিল না, বরং সেখানে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন ছিল অধিক জরুরি । আর সেই চাহিদা পূরণ করতেই ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠানটিকে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়, নামকরণ করা হয় খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (Khulna University of Engineering & Technology/ kuet) ।
কুয়েটের ক্যাম্পাস খুলনা শহর থেকে (শহরের জিরো পয়েন্ট থেকে) ১৫ কিমি উত্তর-পশ্চিমে, ফুলবাড়ি গেটে অবস্থিত । শহরের আন্তজেলা বাসস্ট্যান্ড থেকে ক্যাম্পাসের দূরত্ব ১২ কিমি, রেলওয়ে স্টেশন থেকে ১৪ কিমি ।
বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস ১০১ একর এলাকা জুড়ে বিস্তৃত । এই পুরো ক্যাম্পাসটিকে মোট চারটি জোনে বিভক্ত করে সাজানো হয়েছে-
১. শিক্ষার্থীদের আবাসিক এলাকা/জোন
২. শিক্ষক-কর্মকর্তাদের আবাসিক এলাকা/জোন
৩. একাডেমিক জোন (এই জোনে একাডেমিক ভবন ও ওয়ার্কশপগুলো অবস্থিত)
৪. শিক্ষার্থীদের সামাজিক-সাংস্কৃতিক-বিনোদন জোন/এলাকা
জোনগুলোর মধ্যে একাডেমিক জোন শিক্ষার্থীদের আবাসিক জোন ও শিক্ষক-কর্মকর্তাদের আবাসিক জোনের মাঝামাঝি জায়গায় অবস্থিত, যাতে শিক্ষক ও শিক্ষার্থী- সবার জন্যই ক্লাসে যেতে সুবিধা হয় ।
ক্যাম্পাসে প্রতিটি বিভাগেরই নিজস্ব ভবন আছে । ভবনগুলোতে ভারি ল্যাবগুলো নিচতলায়, এবং ক্লাসরুম, প্রজেক্টরুম ও অন্যান্য ল্যাবগুলো উপরের তলায় রাখা হয়েছে । এছাড়া ডিপার্টমেন্টগুলোর ব্যবহারের জন্য কিছু বড় লেকচার থিয়েটারও আছে ।
কুয়েটে সম্প্রতি একটি ইন্সটিটিউট (Institute of Information and Communication Technology) প্রতিষ্ঠা করা হয়েছে; এখনো পর্যন্ত কুয়েটে ইন্সটিটিউট এই একটি-ই ।
[মোট আসন ৬৬৫ (২০১০-১১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া মোট শিক্ষার্থী সংখ্যা)]
এই বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রীহলসহ মোট ছয়টি আবাসিক হল রয়েছে। এগুলো হলোঃ
- অমর একুশে হল (আসনসংখ্যা- ৫৫০); প্রভোস্ট- Prof. Dr. Md. Saiful Islam
- লালন শাহ হল (আসনসংখ্যা- ৩০০); প্রভোস্ট- A.R.M. Jalal Uddin Jamali
- ড. এম এ রশীদ হল (আসনসংখ্যা- ১৭৫); প্রভোস্ট- A.N.M. Enamul Kabir
- ফজলুল হক হল (আসনসংখ্যা- ১৭৫); প্রভোস্ট- Dr. Md. Rafiqul Islam
- খান জাহান আলী হল (আসনসংখ্যা- ৩০০); প্রভোস্ট- Dr. Md. Bazlar Rahman
- রোকেয়া হল (আসনসংখ্যা- ৩০০); প্রভোস্ট- Dr. Arif Hossain (একমাত্র ছাত্রী হল)
কুয়েটের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা/ বাস সার্ভিস আছে । নিচে বাস সার্ভিসের শিডিউল দেওয়া হল-
|
ক্যাম্পাস থেকে ছাড়ার সময় |
ক্যাম্পাসে আসার সময় ও স্থান |
অন্যান্য তথ্য |
রবি থেকে বৃহস্পতিবার |
|||
সকাল |
|||
Normal-1 |
৭.০০ |
৮.১৫; শিববাড়ি |
আবাসিক এলাকা ঘুরে যায় |
Special-1 |
৭.৩০ |
৮.১০; রূপসা |
আবাসিক এলাকা ঘুরে যায় |
দুপুর |
|||
Normal-1 |
১.১৫ |
২.০০; রূপসা |
|
Normal-1 |
১.১৫ |
২.৩০; ডাকবাংলো |
সোনাডাঙা হয়ে যায় |
সন্ধ্যা |
|||
Normal-1 |
৫.০৫ |
৭.০০; ডাকবাংলো |
সোনাডাঙা হয়ে যায় |
Special-1 |
৫.০৫ |
৭.৩০; ডাকবাংলো |
|
শনিবার |
|||
সকাল |
|||
Normal-1 |
৯.৩০ |
১২.৩০ |
সরাসরি ডাকবাংলো |
Special-1 |
৯.৩০ |
১২.৩০ |
আবাসিক এলাকা হয়ে যায় |
ল্যাব সমূহ
-
Mechanical Engineering Labs
- Heat Transfer Lab
- Control Lab
- Boiler Lab
- Applied Mechanics Lab
- Machine Shop
- Production Shop
- Wood and modeling shop
- Meteorology Lab
- Fluid Lab
- Automobile Lab
- Departmental Computer Center
-
Electrical Engineering Labs
- Electrical Circuit Lab
- Measurement and Instrumentation Lab
- Digital Electronics Lab
- Analog Electronics Lab
- Electrical Machine Lab
- Communication Engineering Lab
- Control Engineering Lab
- Microprocessor and Hardware Interfacing Lab
- Power Electronics and machine Drives Lab (PEMD Lab)
- Power System and Protection Lab
- High Voltage Engineering Lab
- Pattern Recognition and Image Processing Lab
- Computer Language, Simulation and Numerical Processing Lab
- Departmental Computer Center
-
Computer Science and Engineering Labs
- Computer Language and Computing Laboratory
- Software and Web Engineering Laboratory
- Computer Hardware and Interfacing Laboratory
- Digital Systems and VLSI Design Laboratory
- Intelligence Systems Laboratory
- Multimedia and Networking Laboratory
- High-Tech System Development Centre
কনফারেন্স ও ওয়ার্কশপ
কুয়েট শিক্ষার্থীদের জন্য কনফারেন্স ও ওয়ার্কশপেরও আয়োজন করে থাকে । নিচে সম্প্রতি হয়ে যাওয়া কিছু কনফারেন্সের উল্লেখ করা হল-
- International Conference on Civil Engineering for Sustainable Development (ICCESD-2012) will be held on March 2-3, 2012 (September 27, 2011)
- The WasteSafe 2013 3rd International Conference will be held on 10-12 February 2013 (September 02, 2011)
সেন্ট্রাল কম্পিউটার সেন্টার
কুয়েটে একটি সেন্ট্রাল কম্পিউটার সেন্টার রয়েছে । এই সেন্টার থেকেই ক্যাম্পাসের কম্পিউটার ও নেটওয়ার্কিং সকল কাজ সম্পাদন ও নিয়ন্ত্রণ করা হয়ে থাকে । ছাত্রদের প্রোগ্রামিং ল্যাব maintanance-ও করে এই সেন্টার । বিশ্ববিদ্যালয়ের হার্ডওয়্যার ও সফটওয়্যার জনিত সমস্যার সমাধান, ক্যাম্পাসের অপটিক্যাল ফাইবারের রক্ষণাবেক্ষণ, ভর্তি পরীক্ষার অনলাইন সেবা, কুয়েটের ওয়েব পেইজ রক্ষণাবেক্ষণ, প্রভৃতি সকল কাজ এই সেন্টার থেকেই করা হয় ।
এছাড়া কুয়েটে শিক্ষার্থীদের জন্য নিচের সুবিধা/সেবাগুলো আছে-
- Scholarships
- Medical Cente
- Banking (with ATM Booth)
- Postal Service
- Student Association
- Sports & Culture
- Cafeteria
- Auditorium
- Teachers and Staff Clubs
- Departmental Store
খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)
প্রভু আমায় জ্ঞান দাও
২০০৩
ফুলবাড়িগেট, খুলনা
১০১ একর
তটি
১৪টি
রাষ্ট্রপতি আব্দুল হামিদ
ড. মুহম্মদ আলমগীর
কুয়েট/kuet
৬৬৫
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(KUET) ১৪টি বিভাগ এবং ৩টি অনুষদ রয়েছে।
-
Faculty of Civil Engineering; ডিন- Prof. Dr. Md. Bazlar Rahman
- Department of Civil Engineering ( CE )
- Department of Urban and Regional Planning ( URP )
- Dept. of Chemistry/ রসায়ন বিভাগ ( CH )
- Dept. of Mathematics/ গণিত বিভাগ ( MATH )
- Dept. of Physics/ পদার্থবিজ্ঞান বিভাগ ( PH )
- Dept. of Humanities/ মানবিক বিভাগ ( HUM )
-
Faculty of Electrical and Electronic Engineering; ডিন- Prof. Dr.Ashraful Ghani Bhuiyan
- Department of Electrical & Electronic Engineering ( EEE )
- Department of Computer Science & Engineering ( CSE )
- Dept. of Electronics & Communication Engineering ( ECE )
- Department of Biomedical Engineering ( BME )
-
Faculty of Mechanical Engineering; ডিন- Prof. Dr. Kh. Aftab Hossain
- Department of Mechanical Engineering ( ME )
- Department of Industrial Engineering & Management ( IEM )
- Dept. of Energy Technology ( ET )
- Dept. of Leather Engineering ( LE )
- graduate
- M.Sc Engineering
- M.Phil
- Ph.D