২০২১-২০২২ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য

কুইক ফ্যাক্টস্:  

 আবেদনের সময়সীমা: ১৬ জুন, বেলা ১১টা থেকে ৮ জুলাই, রাত ১২টা পর্যন্ত  

 আবেদন ফি: ৮৫০ টাকা 

 মোট আসন সংখ্যা : ৪৯২৬ 

এ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশলবিষয়ক অনুষদ ও ইন্সটিটিউটসমূহ) 

আসন সংখ্যা: ১২১২ ‘সি’ ইউনিটে ৪৪১টি, ‘ডি’ ইউনিটে টি। উপ-ইউনিটের মধ্যে বি-১ ইউনিটে টি ও ডি-১ ইউনিটে ৩০টি আসন আছে। 

আবেদন যোগ্যতা: এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০। 

ভর্তি পরীক্ষা: ১৬ ও ১৭ আগস্ট  

  

বি ইউনিট (কলা ও মানববিদ্যা অনুষদ)  

আসন সংখ্যা: ১২২১ 

আবেদন যোগ্যতা: বিজ্ঞান-এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে। প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে। 
মানবিক – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.৫০ হতে হবে। প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.০০ পেতে হবে। 
ব্যবসা – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে। প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে। 

ভর্তি পরীক্ষা: ১৬ ও ১৭ আগস্ট  

 

বি-১ ইউনিট (চারুকলা ইনস্টিটিউট, নাট্যকলা এবং সংগীত)  

আসন সংখ্যা: ১২৫ 

আবেদন যোগ্যতা: বি ইউনিটের অনুরূপ 

ভর্তি পরীক্ষা: ২৪ আগস্ট 

 

সি ইউনিট (ব্যবসায় প্রশাসন)   

আসন সংখ্যা: ৪৪১    

আবেদন যোগ্যতা: এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৮.০০ হতে হবে ।  

ভর্তি পরীক্ষা: ১৯ আগস্ট 

 

ডি ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদভুক্ত সব বিভাগ, আইন বিভাগ, ভূগোল, পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ) 

আসন সংখ্যা: ১১৬০ 

আবেদন যোগ্যতা: এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৭.৫ হতে হবে।   

ভর্তি পরীক্ষা: ২২ ও ২৩ আগস্ট 

 

ডি ১ ইউনিট (ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স) 

আসন সংখ্যা: ৩০ 

আবেদন যোগ্যতা: এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ২.৫। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৬ হতে হবে।   

ভর্তি পরীক্ষা: ২৪ আগস্ট  

 

তথ্যসূত্র: https://admission.cu.ac.bd/