নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে; ওয়েবসাইটে নির্দিষ্ট ঘরে ভর্তি পরীক্ষার রোল টাইপ করে ফলাফল জানা যাবে।
ফলাফল
এছাড়া, পরীক্ষায় উত্তীর্ণদের তালিকার লিঙ্কও ওয়েবসাইটে দিয়ে দেয়া হয়েছে।
A ইউনিটের তালিকা
B ইউনিটের তালিকা
C ইউনিটের তালিকা
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৫ ও ২৬ ডিসেম্বর; ২৫ তারিখ সকাল ১১টা- দুপুর ১টা পর্যন্ত A ইউনিটের, এবং ২৬ তারিখ ১১- ১২.৩০ পর্যন্ত B ইউনিটের, ও ২.৩০- ৩.৩০ পর্যন্ত C ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায়, ১৪টি বিভাগে মোট ৮৬০টি আসনের বিপরীতে, ২০,০৬৪ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়।
- হোম
- ভর্তি প্রস্তুতি
- বাংলা
- গদ্য
- পদ্য
- বিরচন ও অন্যান্য অংশ
- ব্যাকরণ
- উক্তি পরিবর্তন
- উপসর্গ
- কারক ও বিভক্তি
- ক্রিয়া পদ
- ক্রিয়ার কাল
- ণত্ব ও ষত্ব বিধান
- দ্বিরুক্ত শব্দ
- ধ্বনি ও বর্ণ প্রকরণ ও উচ্চারণবিধি
- ধ্বনি পরিবর্তন
- পদ প্রকরণ
- পদাশ্রিত নির্দেশক
- পুরুষ ও স্ত্রী বাচক শব্দ
- প্রকৃতি-প্রত্যয়
- বচন
- বাংলা ছন্দ
- বাক্য প্রকরণ
- বাক্যের শ্রেণীবিভাগ
- বাচ্য
- বিরাম চিহ্ন ও ব্যাকরণিক চিহ্ন
- ব্যাকরণ ও এর আলোচ্য বিষয
- ভাষা, বাংলা ভাষা ও বাংলা ভাষারীতি
- শব্দের শ্রেণীবিভাগ
- সংখ্যাবাচক শব্দ
- সন্ধি
- সমাস
- ইংরেজি
- সাধারণ জ্ঞান
- হিসাববিজ্ঞান
- ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
- ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা
- পদার্থবিজ্ঞান
- রসায়ন
- গণিত
- জীববিজ্ঞান
- বাংলা
- ভর্তি ইনফো
- প্রশ্নব্যাংক
- ব্লগ